শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত

আরো খবর

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
“পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্য সামনে রেখে, সাতক্ষীরা  তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, শনিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, সাংবাদিক নজরুল ইসলাম,  খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায় ৯ ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ