সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার তালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের পরিবেশনায় নাটক ‘বেদের মেয়ে’ মঞ্চায়িত হয়েছে। রবিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এ নাটক মঞ্চায়ন হয়। তালার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গণসাংস্কৃতিক কেন্দ্রের ৩০বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের সদস্যদের অংশগ্রহণে এ নাটক মঞ্চস্থ হয়।
এর আগে একই মঞ্চে গণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক অচিন্ত্য সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালা গণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ওশহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজু সরদার, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শরমিন প্রমুখ। নাটকটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শক গভীর রাত পর্যান্ত ভীড় জমায়।

