শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় সামাজিক ও সাম্প্রাদায়িক সম্প্রতি রক্ষায় সংলাপ

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় সামাজিক ও সাম্প্রাদায়িক সম্প্রতি রক্ষায় এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় তালার মোবারকপুর উত্তরণ প্রশিক্ষন কেন্দ্রে সুশিল সমাজ, ছাত্র, সাংবাদিক, শিক্ষক, সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগনের উপস্থিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩৭ পদাতিক ডিভিশনের মেজর মোঃ কামরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সঞ্জয় বিশ^াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দন জোয়াদ্দার,
এনজিও পরিচালক সরদার ইয়াকুব আলী, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।
সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এসময় ৩৭ পদাতিক ডিভিশনের মেজর মোঃ কামরুল ইসলাম বলেন, দেশে গত ৫ ও ৬ আগষ্ট ঘটেযাওয়া সকল ঘটনার বিচার করা হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষা করতে জনগনকে সহায়তা করতে হবে। রাতে সেনা টহলেরও বিষয়টি নিশ্চিত করেন।  এসময় সুশীল সমাজের সর্বস্তরের লোকজনকে নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একটি সুন্দর কমিটি গঠন করবেন বলেও তিনি সকলকে আশ্বাস দেন।

আরো পড়ুন

সর্বশেষ