শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় সীমানা পিলার সহ আটক -৩

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলা থেকে  সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার সহ  ৩জনকে আটক  করেছে পুলিশ। রবিবার(৩০এপ্রিল)  সকালে বিষয়টি গনমাধ্যমে  নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  চৌধুরী রেজাউল করিম। এর আগে শনিবার দুপুরে উপজেলার জেঠুয়া এলাকার জবেদ আলী কারিকর গাজীর বাড়ি থেকে  জেলা গোয়েন্দা পুলিশের একটি দল  বস্তুটি উদ্ধার করে ।
আটককৃতরা হলেন, খুলনা জেলার  পাইকগাছা উপজেলার  সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর জেলার সদর উপজেলার  গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও  মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক(এস. আই)  আব্দুল আলিম জানান, জেঠুয়া এলাকার একটি বাড়িতে সীমানা পিলার চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বসে আছে ।
এমন খবর পেয়ে শনিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। ওই সময়  সীমানা পিলার সদৃশ বস্তু সহ  চক্রের তিন সদস্যকে আটক করা হয়। কিন্তু ওই সময় কৌশালে পালিয়ে যায়  বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন ।
পরবর্তীতে এ ঘটনায় ৪জনকে আসামী করে  তালা থানায় একটি  মামলা দায়ের করা হয়।তিনি আরো জানান,  উদ্ধারকৃত সীমানা পিলারটির গায়ে  ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে । সীমানা পিলার সদৃশ বস্তুুর উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরীর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন

সর্বশেষ