সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলায় হরিহরনগর বাজারে দূর্বিত্তদের আগুনে অর্ধকোটির টাকা
ক্ষতি সাধন হয়েছে দেবাশিষ দেবনাথ নামে এক দোকান মালিকের। ওই সময় দূর্বিত্তরা দোকানের মালামাল লুট সহ নগদ টাকা চুরি করেছে বলে দাবী তার।
রবিবার ভোর রাতে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারে রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে ও রাধাকৃষ্ণ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য শামসুল হক মোড়ল প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ওই ব্যাবসায়ীর ভাইপো পলাশ দেবনাথ জানায় , রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসেন তারা । পরে রাতের কোন একসময়ে দূর্বিত্তরা তাদের মুদির দোকান সহ কাকা(দেবাশীষ) বস্ত্র বিতানের তালা ভেঙ্গে প্রবেশ করে। ওই সময় দুই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২৫ হাঁজার টাকা চুরি করে নিয়ে যায় । পরে কাকা দেবাশীষ দেবনাথের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন ধরিয়ে দেয় তারা । গভীর রাত হওয়ায় স্থানীয়রা বুঝে উঠার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানে মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে এমন দাবী তার। হরিনরনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শামসুল হক বলেন , বাজারের দোকান মালিকদের গাফিলতির কারনে বাজারে স্থায়ীভাবে কোন নৈশ প্রহরী রাখা হয় না। আজ দেবাশিষের দোকানে দূর্বিত্তরা আগুনে মালামাল পুড়ে ৪০/৫০লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায়জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা( ওসি) চৌধুরীর রেজাউল করিম জানান, এঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক দেবাশীষ দেবনাথ বাদী হয়ে থানায় একটি মামলা দ্বায়ের করেছেন।মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

