শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় বাড়ীর মধ্যে পোল্ট্রি ফার্ম করে পরিবেশ দুষণ : রোগগ্রহস্থ কয়েকটি পরিবার

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় বসত বাড়ীর মধ্যে পোল্ট্রি ফার্ম তৈরি করে পরিবেশ দূষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাদিকাটি গ্রামে। এঘটনায় কাদিকাটি গ্রামের মৃত সুধীর দাশের ছেলে বিশ^জিৎ দাশবাদী হয়ে একই গ্রামের অশোক দাশের ছেলে দিপংকর দাশ গংদের বিরুদ্ধে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৫ মে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিশ^জিৎ দাশ দীর্ঘদিন যাবৎ তার নিজস্ব জমিতে বসত ঘর ও রান্নাঘর নির্মান করে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা কালিন সময়ে সম্প্রতি বিবাদী দিপংকর দাশ গংরা তার রান্না ঘরের পাশে পোল্ট্রি ফার্ম তৈরি করে পরিবেশ দূষণ করা চেষ্টায় লিপ্ত হয়েছে। যার ফলে মুরগীর ভিষ্টা ও মুরগী চাষের দূর্গন্ধে অতিষ্ঠি হয়ে উঠেছে পরিবারটি। স্তানীয় ভাবে বিবাদীদের নিষেধ করার স্বত্বেও কোন প্রকার কর্নপাত করছে না তারা। যার ফলে পরিবারটি বিভিন্ন সময়ে রোগ গ্রহস্থ হয়ে পড়ছে। এসময় বিশ^জিৎ দাশ সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশানের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবি করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, অভিযোগটি পেয়েছি এবং সেনেটারী ইন্সেপেক্টরকে তদন্তভার দিয়েছি। তদন্ত প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ