শফিকুল ইসলাম, তালা , সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনিয়ম, দূর্ণীতির বিরুদ্ধে তদন্ত করেছেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় তালা হাসপাতালে সরেজমিনে তদন্ত কমিটির প্রধান যশোর সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, ডেপুটি সিভিল এ সার্জন ডাঃ নাজমুস সাদিক, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সল সহ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত সাংবাদিক সহ ভুক্তভোগী এলাকাবাসীর জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে তালা হাসপাতালের অনিয়ম, দূর্ণীতির সংবাদ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এবিষয়ে প্রতিকার চেয়ে পত্রিকা কাটিং সহ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবেদন করা হয়।
আবেদন পত্র সূত্রে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা অব্যবস্থাপনা, অনিয়ম, দূর্ণীতি সহ নিমজ্জিত। এর মূলে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার।
তিনি একই কর্মস্থলে দীর্ঘ প্রায় এক যুগ কর্মরত । সিনিয়র টপকে প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত প্রধান হওয়া সহ মাদক সেবন, নিয়মিত অফিস না করা, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তার বিরুদ্ধে।

