শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তিন ছেলের বিরুদ্ধে আদালতে গর্ভধারিনি মা,দাবি ভাত কাপড়ের

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:ভরন-পোষন না দেয়ায় তিন ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক মা। মঙ্গলবার মণিরামপুরের লাউড়ি গ্রামের মৃত মাওলানা মাহমুদ হুসাইনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, তিন ছেলে মুস্তাফিজুর রহমান, মুখলিছুল রহমান ও ওহিদুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ৬ বছর আগে আমেনা বেগমের স্বামী মাওলানা মাহমুদ হুসাইন মারা যান। মেয়েদের বিয়ে দেয়ায় তারা শ্বশুর বাড়ি থাকেন। তিন ছেলে বাড়িতে বসবাস করলেও তারা তার মায়ের কোন খোঁজ খবর নেননা। দেননা ওষুধ, পরিধেয় বস্ত্র ও খাবার। এ ব্যাপারে ছেলেদের সাথে কথা বললে তারা গালমন্দ করেন। নিরুপায় হয়ে স্বামীর সম্পত্তির ভাগ চাইলে তারা দিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে তিনি তার বোন ও মেয়ের বাড়ি থেকে কোন রকম দিন কাটাচ্ছেন। গত ২১ মে বিকেলে তিন ছেলে কাছে তিনি ভরন পোষনের দাবি করে তারা গালমন্ড করেন এবং ভরন পোষন দিতে অস্বীকার করেন। অবশেষে তিনি নিরুপায় হয়ে আদালতে এ মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ