রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

তুর্কি রাষ্ট্রদূতের আকিজ জুট মিল পরিদর্শন  

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
ঢাকায় নিযুক্ত তুরস্কের (তুর্কি) রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান যশোরের অভয়নগরে আকিজ জুট মিল পরিদর্শন করেছেন। রবিবার (৩১ জুলাই) দুপুরে হ্যালিকপ্টার যোগে আকিজ জুট মিলের সিটি সেন্টার নামক ভবনের ছাদে অবতরণ করেন। রাষ্ট্রদূতের সফর সঙ্গী হিসেবে ছেলে মেহমিট আলিপ তুরান উপস্থিত ছিলেন।
সিটি সেন্টারের ছাদের হেলিপ্যাডে অবতরণের পর রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান ও তাঁর ছেলেক ফুলেল শুভেচ্ছা জানান, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি), আকিজ জুট মিলের ইডি শেখ আব্দুল হাকিম ও ডিজিএম আবু জাফর পরামানিক। এসময় মিলের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থীসহ খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রদূত ও তাঁর ছেলে আকিজ জুট মিলের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ‘ব্যবসা সংক্রান্ত কাজে তিনি আকিজ জুট মিল পরিদর্শনে এসেছেন।’ বিকালে হ্যালিকপ্টার যোগে রাষ্ট্রদূত ও তাঁর ছেলে ঢাকায় ফিরে যান।
এর আগে তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, ছেলে মেহমিট আলিপ তুরানকে সঙ্গে নিয়ে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ও বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ