ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজবর্ধন খামার, জগদীশপুর, চৌগাছা, যশোরে একদিনের দক্ষিণঅঞ্চলে তুলা গবেষণা ও সম্প্রসারণ কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা শুরুর আগে বেলুন উড়িয়ে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি। অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক
রেজাউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য অধ্যাপক গোলাম হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপ পরিচালক, ড. কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম, বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুরের পরিকল্পনা ও মূল্যায়ন পরিচালক ডক্টর মাজহারুল আনোয়ার, যশোরের এডিসি সুজন সরকার, কটন এ্যাগ্রোনমিস্ট যোবায়ের ইসলাম তালুকদার, যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোশারফ হোসেন,
তুলা উন্নয়ন বোর্ডের এর সিনিয়র প্রোডাকশন অফিসার মাহামুদুল হাসান, এসিল্যান্ড চৌগাছার তাসমিন জাহান, বারোবাজার তুলা ইউনিটের তরুন মন্ডল, যশোর চুকনগরের চাষি করিম ফকির, মেহেরপুরের আসিম উদ্দীন প্রমুখ।
উল্লেখ এ কর্মশালা মূলত যশোরের চৌগাছায় জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজবর্ধন খামার, জগদীশপুর, চৌগাছা, যশোর এর প্রতিষ্ঠাতা ও উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারল জিয়াউর রহমানের স্মরণ এবং স্মৃতিচারণ মূলক।

