শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দলীয় নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে উন্নয়নমূলক কাজ করতে হবে -প্রতিমন্ত্রী স্বপন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামাঞ্চলের সাধারন মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে নানা কর্মসূচী গ্রহন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য দলীয় নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে এসব উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সমন্বতিভাবে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর সদর ইউনিয়নের জালঝাড়ায় ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। সাবেক ছাত্র নেতা ফিরোজ আহম্মেদের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশীর আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল গনি প্রমুখ।
এর আগে সকালে প্রতিমন্ত্রী মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জের বাঁওড়ে ভাসমান সেতুতে ঈদুল আযহা উপলক্ষ্যে ভ্রমণ পিপাসু মানুষের বিনোদনের জন্য প্রমোদ তরীর উদ্বোধন করেন। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি এ প্রমোদ তরী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস.এম রবিউল ইসলাম রবি, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজু আহমেদ প্রমূখ। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নমূলক কাজের অগ্রগতির পরিদর্শন করেন।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ