শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দীপিকা কালোয় গর্জিয়াস

আরো খবর

 একাত্তর ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে নিজের পঞ্চম দিনে নজরকাড়া কালো গাউনে তাক লাগিয়েছেন দীপিকা পাড়ুকোন। এবারের উৎসবে অন্যতম জুরি সদস্য বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। এদিন কালো গাউনের সঙ্গে তিনি পরেছেন কার্টিয়ের জুয়েলারি।

এর আগের দিন লুইস ভুটনের লাল গাউন ও নেকলেসে নজর কাড়েন দীপিকা। কান উৎসবে সব্যসাচীর ডিজাইন করা শাড়িও পরেছেন তিনি। সঙ্গে ছিল ভারি গয়না।

কানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ঢঙের পোশাকই পরেছেন দীপিকা। একটি ভিডিওতে লুইস ভুটনের কালো নেক টপ ও চেকার্ড শটে দেখা গেছে দীপিকাকে। 

এ বছর কানের মার্শে দ্যু ফিল্মে ‌‘কান্ট্রি অব অনর’ করা হয়েছে ভারতকে। এ আর রহমান, ঐশ্বরিয়া রাই, আর মাধবন, হিনা খানসহ ভারতের এক ঝাঁক তারকা এবার অংশ নিয়েছেন কানে।

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ