শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দুই দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের,যশোরে ৪

আরো খবর

 

এম.এইচ.উজ্জল: ২০২৩ সালের শুরুটাই হয়ে উঠেছে বেদনাদায়ক ও অতঙ্কময়। সড়কে মৃত্যুর মিছিল যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বছরে প্রথম দুই দিনে যশোরে সড়ক দুর্ঘটনায় চারজনসহ দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় মোট ১২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যশোর: সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। নিহতরা হলেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)। এছাড়া সোমবার দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে শার্শায় বাস চাপায় নিহত হয়েছে আরও এক মোটরসাইকেল চালক। নিহত মিঠু হোসেন(২৭)ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল চৌধুরী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। একই এলাকায় পৃথক ঘটনায়, ট্রাকের চাকা পাংচার হয়ে মিরপুর কলেজের প্রভাষক এম ডি জসিম উদ্দিন এবং তাঁর স্ত্রী জোবায়দা শারমিন আহত হয়েছেন।
নরসিংদী: মাধবদীতে মালবাহী পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক জসিম মিয়া (২৫) নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে রবিবার রাতে ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশনের কাছে মুকুন্দপুর থেকে সেজামুড়া সড়কের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে।
ফরিদপুর: বছরের শুরুর দিনেই ফরিদপুরের সালথায় ইজি বাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন এবং মেহেদী হাসান মাহি গুরুতর আহত হয়েছেন।
ধামইরহাট (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার সড়কের চক আবদাল কুন্সিপুকুর এলাকায় গত শনিবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (৩৪) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নীলফামারী: এইচএসসি ভর্তির সুযোগ পাওয়া কলেজ দেখে আর বাড়িতে ফেরা হলো না মেধাবী দিয়া মনির (১৬)।
কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে বেপরোয়া ট্রাক্টরের চাপায় আহাম্মদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহসড়কের ইউছুফপুর ব্রিজে উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আহাম্মদ হোসেন মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের মৃত. কাদের আলীর পুত্র, তিনি পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে একটি পাওয়ারটিলার। এ সময় পাওয়ারটিলারের চাপায় চা দোকানের সামনে থাকা বাহার মাঝি (৬০) ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে চরজব্বার-সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে মুন্সী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহার মাঝি চরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী আজমের ছেলে ও জামাল উদ্দিন চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
এছাড়া বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে ২০২২ সালে সারাদেশে সাত হাজার ৬১৭টি সড়ক, রেলপথ ও নৌপথে দুর্ঘটনায় মোট ১০ হাজার ৮৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত যা গত আট বছরের পরিসংখ্যানের মধ্যে সর্বোচ্চ। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে যাত্রীদের কল্যাণে কাজ করা সংস্থাটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক চৌধুরী তাদের নতুন প্রতিবেদন এই তথ্য তুলে ধরেন।

আরো পড়ুন

সর্বশেষ