শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ যশোর সদরের প্রকৌশলীর বদলী

আরো খবর

বিশেষ প্রতিনিধি
অবশেষে বহুল বিতর্কিত দুর্নীতিবাজ যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদাকে ৪ বছর পর অভয়নগর উপজেলায় বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) বেলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়। যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বহুল বিতর্কিত দুর্নীতিবাজ সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে যশোরের কয়েকজন ঠিকাদার দুদকের চেয়ারম্যান, এলজিইডির প্রধান প্রকৌশলী, যশোর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে বিতর্কিত নামজুল হুদার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে দুর্নীতিবাজ প্রকৌশলী নামজুল হুদা বদলীর আদেশ পাওয়ার পর থেকে পুণরায় যশোর সদরে ফিরে আসার জন্য একজন এমপির বাসায় দৌঁড়ঝাপ শুরু করেছেন। সদর উপজেলা প্রকৌশলীর কার্যলয়ের একাধিক সুত্র এতথ্য দিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ