শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজা উপলক্ষে কেশবপুরে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত 

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্ব করেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ রহমান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এম শাহিন আহসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৯২টি পূজা মন্দিরের সভাপতি/সম্পাদকের নিকট সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ