শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজা উপলক্ষে মণিরামপুরে উপহার বিতরণ করলেন এস এম ইয়াকুব আলী

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও হরি গুরু চাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এস এম ইয়াকুব আলীর উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার লখাইডাঙ্গা গ্রামের দুই শতাধিক নারী-পুরুষকে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নিমাই চন্দ্র বিশ^াস, রাজকুমার, সনাতন সরকার, সনজিব বিশ^াস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, মহিলা নেত্রী বাসন্তী কুন্ডু ও সাংবাদিক তাজাম্মূল হুসাইন।
এ বিষয়ে এস এম ইয়াকুব আলী জানান, এটা শুধু সনাতন ধর্মালম্বীদের উৎসব নয়, আমরা যারা বাঙালির সংস্কৃতিতে বিশ^াস করি তাদের একটি উৎসব। আপনারা যেন একটু ভালোভাবে এ উৎসবটা উদযাপন করতে পারেন তার জন্যই আজকের এই উপহার। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে আগামী নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানান।

 

 

আরো পড়ুন

সর্বশেষ