বেনাপোল প্রতিনিধি:বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে টানা ৫দিনপর বুধবার সকাল থেকে সচল হয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলও ভারতের পেট্টাপোল সীমান্ত বাণিজ্য।
বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল ও শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, বুধবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।ভারতীয় পণ্যবাহী ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে।তেমনি রপ্তানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে বাংলাদেশি ট্রাক।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,২০অক্টোবর শুক্রবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ৫দিন বন্ধ ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ ছিল।তবে এসময় বেনাপোল বন্দরের সকল কাজকর্ম স্বাভাবিক ছিল।বুধবার আমদানি রপ্তানিসহ বেনাপোল শুল্কভবন ও বেনাপোল বন্দর পুরোদমে বন্দর সচল হয়েছে।
বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক
(১) নাছির উদ্দিন জানান।
তিনি বলেন, “দুর্গোউৎসব উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও ঢিমেতালে চলছে। তবে ২/১ দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।”
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন,দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।
এদিকে পুজোর ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকজটের সৃষ্টি হয়েছে।
বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দর এলাকা,বন্দরের ট্রাক টার্মিনাল,পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে বলে ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান।
এদিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সভাপতি রাজু আহম্মেদ রাজু বলেন, “ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক আসতে শুরু করেছে। হ্যান্ডেলিং শ্রমিকরা বন্দরের পণ্য উঠানামার কাজে ব্যস্ত সময় পার করছেন।”
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, “বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”

