নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা আলমগীর কবির সুমনের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে শাড়ি ও ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে টাউন হল মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন মনি, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কল্যান সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, নতুন হাট পাবলিক কলেজের অধ্য মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম টপি, যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, যশোর জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মুক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক অন্তর দে শুভ।
দু’হাজার মানুষের পাশে দাঁড়ালো কাউন্সিলর হাজী সুমন

