শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আরো খবর

নাসির উদ্দীন দেবহাটা :  “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার  উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের  আয়োজনে ওয়ার্ল্ড ভিশন রাইট টু গ্রো প্রজেষ্ট ও ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সফিউল বশার। ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উপজেলা ম্যানেজার গোপাল কুন্ডু প্রোগাম অর্গানাজার সামছুন্নাহার পারভীন, পল্লী সমাজের সদস্য শীলা, রত্না রানী, সালমা বিলকিস  সহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ