শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় ইউএনও,ওসির সাথে ফেয়ার মিশনের শুভেচ্ছা বিনিময়

আরো খবর

দেবহাটা ব্যুরো: দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, সহকারী পরিচালক প্রফেসর রাজু আহম্মেদ, সংবাদকর্মী সিরাজুল ইসলাম সহ ফেয়ার মিশনের নের্তৃবৃন্দরা।

এসময় সম-সাময়িক বিষয় তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য যে, ফেয়ার মিশন দেবহাটা উপজেলায় মানুষের কল্যাণে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আতœমানবেতর সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছশ্রমের ভিত্তিতে কাজ করা। মাদক প্রতিরোধে সভা, সেমিনারা, র‌্যালীর মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

আরো পড়ুন

সর্বশেষ