শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যবলেটসহ মাদক ও চুরির অন্তত ডজনখানেক মামলার আসামী শেখ শাওন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের শেখ সালাহউদ্দীনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আজমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা নারিকেলি সাইক্লোন শেল্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা সহ জেলার বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ চোর ও ডাকাত চক্রের সদস্য হিসেবে নানা অপকর্ম চালিয়ে আসছিল সে। বারবার সে পুলিশের জালে আটক হয়ে কারাগারে গেলেও কয়েকদিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে ফের এসব অপকর্ম চালিয়ে আসছিল। গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ