শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরন

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় খরিপ ২০২৩/২৪ মৌসুমে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্তরে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নারিকেল গাছের চারা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপকারভোগীগণ। এসময় ২০০ জনকে ৫টি করে উন্নতমানের নারিকেলের চারা প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ