দেবহাটা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবহাটায় বৃক্ষরোপন কর্মসূচী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন কৃষক দলের নের্তৃবৃন্দ।
রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে বৃক্ষরোপন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক সফিকুল ইসলাম সফি, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, দেবহাটা সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু সালেক, সখিপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষকদল নেতা জাকির হোসেন, এছাক আলী, তরিকুল ইসলাম, ফজলুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
বৃক্ষরোপন কালে কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৩ তম জন্মদিন পালন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় অনুযায়ী বৃক্ষরোপন করা হচ্ছে। এসময় ডা. জোবায়দা রহমানসহ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

