শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন 

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অনুষ্ঠানে বক্তব্য্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সদস্য আব্দুল্লাহ আল আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, শিক্ষক রফিকুজ্জামান রফিক প্রমুখ।
এদিকে, সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ