শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দূর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস এবং দূর্যোগ মোকাবেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ব্যবস্থাপনা কমিটি একযোগে কাজ করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন’র আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আয়োজক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ