শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আমাদের টিম মানবিক সংগঠনের সদস্যরা।

বুধবার (৮অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে এ শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত থেকে শুভেচ্ছা জানান আমাদের টিমের নির্বাহী প্রধান মো. মনিরুল ইসলাম, উপ-পরিচালক রেজাউল ইসলাম, উপ-পরিচালক প্রসেনজিৎ সরকার, উপ-পরিচালক এস.এম ইমরান, সহকারী পরিচালক মো: আল আমিন হোসেন, সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন টিমের সদস্যরা। একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

উল্লেখ্য যে, আমাদের টিম মানবিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সচেতন করা, জলাবদ্ধতা নিরাসন, বৃক্ষরোপন, মানবতার কল্যাণ সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

আরো পড়ুন

সর্বশেষ