দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আলোচনা সভা, মোমবাতি প্রজ¦লন, দোয়া অনুষ্ঠান, নিরবতা পালন ও ব্লাক আউট সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তোজা মো. আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার জয়া রানী রায়, উপজেলা তথ্য অফিসার মৌসুমী পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, নিরবতা পালন সন্ধ্যায় মোমবাতি প্রজ¦লন ও রাতে ব্লাক আউট কর্মসূচি পালিত হয়।
দেবহাটায় নানা কর্মসূচিতে গণহত্যা দিবস পালন

