দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ মিনহাজুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদারচক গ্রামের আরশাদ আলী সানার ছেলে। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন প্রশাসনের নজর এড়িয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। আটক পরবর্তী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি বাবুল আক্তার।
দেবহাটায় মাদক ব্যবসায়ী আটক
Previous article
Next article
