শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৫

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ও অপর তিন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম সঙ্গীয় পুলিশ সদস্যসহ পারুলিয়া সরকারি খাদ্য গুদাম এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় দক্ষিণ কুলিয়ার জামালউদ্দীনের ছেলে আব্দুল মান্নান (৫৫) ও সদর উপজেলার আলীপুর গ্রামের জীবন কুমার ঘোষের ছেলে অরুন কুমার ঘোষ (৩৫) কে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এদিকে রাত আড়াইটারদিকে পৃথক আরেকটি অভিযানে দেবহাটা থানার এসআই সেলিম রেজাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামী গরানবাড়িয়া গ্রামের আব্দুল ওহাবের দুই ছেলে রফিকুল ইসলাম (৪৫), নূর ইসলাম (৩৭) ও পুত্রবধূ সালেহা খাতুন (৩৫) কে গ্রেপ্তার করেন।
পরে বিচারার্থে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ