শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় মুক্তিযোদ্ধা আব্দুল গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার (৬৯)’র দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে জানাযা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে কুলিয়াস্থ বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল গফফার পূর্ব কুলিয়া গ্রামের মৃত সৈয়দ আলি গাজির ছেলে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি উচ্চ চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে দেবহাটা উপজেলা প্রশাসন। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার সহ দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ