শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় লাখ টাকা ফুটবল টুর্নামেন্ট: ভাতশালা ফুটবল একাদশ ফাইনালে

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা চেয়ারম্যান কাপ লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে পাইকগাছার নাজমুল ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পেয়েছে ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশ। এরই মধ্যদিয়ে গাজীরহাট প্রগতি সংঘের সাথে ফাইনালে প্রতিদ্বন্দীতা করা নিশ্চিত হলো ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশের খেলেয়াড়দের।

বৃহষ্পতিবার বিকলে ৪টায় সখিপুর উদয়ন সংঘের আয়োজনে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ন দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে দ্বিতীয় সেমি ফাইনালে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন প্রমুখ। প্রতিদ্বন্দীতাপূর্ন খেলাটিতে খুলনার পাইকগাছা নাজমুল ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় দেবহাটার ভাতশালা গ্রন্থাগার ফুটবল একাদশের খেলোয়াড়রা।

আরো পড়ুন

সর্বশেষ