শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার-৪

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি থানার জিআর ৬৭/৯২ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দেবহাটার চালতেতলা গ্রামের আদর আলী মোড়লের ছেলে আব্দুস সামাদ মোড়ল, দেবহাটার এনজিআর ৩১/২৩ মামলার আসামী টাউনশ্রীপুরের মৃত আব্দুল রহিমের ছেলে তরিকুল ইসলাম, একই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী রীনা বেগম ও ছেলে আকিব জাভেদ রুশো।
শুক্রবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই নূরনবী, এসআই সেলিম রেজা, এসআই রাজীব মন্ডল, এএসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ