শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় সাড়ম্বরে চলছে জগন্নাথ দেবের রথ উৎসব

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলার পর শেষ হয় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে।

সেই মোতাবেক মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব শেষ হবে ২৭ জুন। দেবহাটা উপজেলার পাটবাড়ি, আটশতবিঘা, পারুলিয়া জেলিয়াপাড়াসহ বিভিন্ন এলাকার কালীমন্দির গুলোতে এবারের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রথযাত্রা উৎসব পরিদর্শন করছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ