শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় হাট-বাজারের ইজারা সম্পন্ন

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র দাখিল করেন আগ্রহীরা। পরে বিকাল ৩টায় নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে টেন্ডারবক্স খোলা ও দাখিলকৃত দরপত্রের মূল্যায়ণ ও যাচাই বাছাই সম্পন্ন হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে পারুলিয়া পশুহাটটি সাবেক জেলা পরিষদ সদস্য আলফা’র পুত্র আশিকুর রহমান আশিক, কুলিয়া নতুন বাজারটি রবিউল ইসলাম শেখ, সখিপুর বাজারটি পিয়ার আলী, ঈদগাহ বাজারটি রুহুল আমিন খোকন, দেবহাটা বাজারটি আহছান উল্লাহ রিপন, গাজীরহাট বাজারটি আব্দুল করিম, সুবর্ণাবাদ বাজারটি আহছান উল্লাহ রিপন, টাউনশ্রীপুর বাজারটি শফিকুল ইসলাম, পারুলিয়া মৎস্য সেডটি আব্দুল কাদের, বহেরা বাজারটি তরিকুল ইসলাম আগামী বাংলা ১৪৩০ সনের জন্য ইজারা পান। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর গাইন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আজিজুল হক আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ