শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটার সাংবাড়িয়া স্কুল ভবন নির্মাণ কাজ উদ্বোধন

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। সোমবার  বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, এলজিইডি’র সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মো. সাইফ সহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন শিক্ষকরা। বিষয়টি উদ্বেগের হওয়ায় এবছর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেমোতাবেক সম্প্রতি পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ