মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

দেবহাটায় চোরের হামলায় কর্তা হাসপাতালে

আরো খবর

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় চোরের হামলায় বাড়ির কর্তা রবিউল ইসলাম (৩৫) কে আহতবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে দেবহাটা উপজেলা সদরে এঘটনা ঘটে। আহতর স্ত্রী মুসলিমা খাতুন জানান, তার স্বামী ঢাকায় কাজের সুবাদে ঢাকায় থাকেন। তিনি তার ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। এই সুযোগে গত শনিবার রাতে ঘরের তালা ভেঙ্গে চুরির উদ্দোশ্যে তাদের ঘরে প্রবেশ করে বিষয়টি জানতে পেরে লাইট জ্বালানোর চেষ্টা করলে চোর তার মুখ ও গলা চেপে ধরে। পরে তার শিশু পুত্রকেও শ্বাসরোধের চেষ্টা করে বলে জানান তিনি। এসময় তাদের চিৎকারে উক্ত ব্যক্তি পালিয়ে যায় বলেও জানান মুসলিমা খাতুন। এঘটনা পরদিন জানাজানি হলে তার স্বামী বাড়িতে আসে। সোমবার অভিযুক্ত দেবহাটা শিয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে সাদ্দাম হোসেন তাদের বাড়িতে আসে এবং তার স্বামীর সাথে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে সাদ্দামের হাতে থাকা লোহার অস্ত্র দিয়ে আঘাত করলে রবিউল ইসলাম রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় স্ত্রী মুসলিমা খাতুন বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ