দেবহাটা প্রতিনিধি: “সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয়” এই স্লোগান কে সামনে রেখে ১৮ই আগষ্ট স্বাবলম্বী প্রকল্প-১ এর উপকরণ সামগ্রী বিতরণ করেছে নোঙর ফাউন্ডেশন।
উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নওয়াপাড়া আলিম মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবার রহমান।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করে প্রান্তিক এলাকার অসহায়, দারিদ্র ও সম্বলহীনদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং এ ধরণের বেকারদের বেকারত্ব দূরীকরণে বাস্তবমূখী কাজ করেছে এ ফাউন্ডেশন। ঐক্যবধ্য ভাবে সমাজ সংস্কারের কাজ করলে সমাজের সকল নাগরিক সুখে শান্তিতে থাকবে। নোঙর ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সামগ্রীক সহযোগীতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও জিএম স্পর্শ। বিশেষ অতিথির বক্তব্যে তারা বলেন পারস্পারিক সহযোগীতার মাধ্যম্যে সামাজিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। আর সমৃদ্ধ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

