রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় ৩দিন ব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণ

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরিক ও আর্থিক সহযোগীতায় তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গত ২৩ শুরু হওয়া প্রশিক্ষনটি ২৫ আগষ্ট সমাপ্ত হয়েছে। এতে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিপি’র উপ-পরিচালক আবু আফজাল সালেহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুবউন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান।
ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী জহির উদ্দীনের পরিচলনায় ও সহকারী সমন্বয়কারী রিয়াজ মোরর্শেদের সহযোগীতায় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদায়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের জগবন্ধু দাস ও নয়ন কুমার সহ বিভিন্ন শ্রেণিপেশার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষনে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করনীয় সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানান বক্তরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ