শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল,

দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, রিপোর্টাস ক্লাবের সভাপতি ডাক্তার ওহিদুজ্জামান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ।

 

 

অন্যান্যদের মধ্যে নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিজিবি প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এসময় দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে ধন্যবাদ জানানো হয়।

 

 

একই সাথে দেবহাটার সীমান্ত এলাকায় লাইটিং, মৎস্যঘেরের পাশে বাধ নির্মান, অতিথি পাখি শিকার বন্ধ, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধ, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ