সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আরো খবর

 

 
ফারুক রহমান, সাতক্ষীরা:
নড়াইলসহ সারাদেশে ষ সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের মির্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরানো ও আশুলিয়ার শিক্ষক উৎপল সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও লোহাগড়ার দীঘলিয়া সাহাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ এই সমাবেশ অনুষ্ঠিত হয়
স্থানিয় মানবাধিকার সংগঠন স্বদেশ, এইচআরডিএফ’র আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম. সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ, জেলা গণফোরামের সাধারন সম্পাদক আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহর সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি নড়াইলের মীর্জাপুরের কলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে জুতোর মালা পরানো হয়েছে। আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল সরকারকে তার ছাত্র পিটিয়ে হত্যা করেছে। সর্বশেষ গত ১৫ জুলাই লোহাগড়া থানার দিঘলিয়া সাহাপাড়ায় শতাধিক হিন্দু বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
বক্তারা এ সময় দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানান। একই সাথে এসব ঘটনার সাথে জড়িতদের খঁুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান তারা। মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ