শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেশসেরা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশের সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন এ এস এম জিল্লুর রশীদ।তিনি বর্তমানে কেশবপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন। তার বাড়ি যশোর শহরের অম্বিকা বসু লেন এলাকায়।
তিনি যশোর শহীদ মসিয়ুর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও যশোরের বিশিষ্ট আইনজীবী মোঃ কেরামত আলী বিশ্বাস ও রত্নগর্ভা মাতা আমিনা সুলতানার জৈষ্ঠপুত্র। তিনি ১৯৯৪ সালে চাকুরিতে যোগদান করে বিভিন্ন উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি সরকারি কর্মসূচির বাইরে শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবনমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। তার আলোকে তাকে দেশসেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে যশোর জেলা, খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জন করেছেন।
ইতোপূর্বে তিনি পরপর চারবার যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হন।
শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে তিনি তার পিতা, মাতা ও ভাইদের সহযোগিতায় নিজ গ্রাম যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামে মতিজাননেছা শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাষ্ট এবং আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুল এন্ড কলেজ নামে একটা উন্নত মানসম্মত স্কুল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। বাকি জীবন তিনি দেশের শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে চান।এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।

মঙ্গললবার বিকাল ৩ টায় ঢাকায় গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে  শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী তাকে অনুষ্ঠানিকভাবে পুরষ্কৃত করবেন বলে জানা গেছে। এদিকে জিল্লুর রশীদ দেশ সেরার পুরস্কার পাওয়ায় জেলার শিক্ষাঙ্গনসহ তার সহকর্মীদের মধ্যে চলছে খুশীর বন্যা।

আরো পড়ুন

সর্বশেষ