শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেশে একটি ঝড় আসছে, সে ঝড় তারেক জিয়া ঝড় –কেশবপুরে শ্রাবন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের বিএনপির মনোনিত প্রর্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেছেন, আগামী মাসে দেশে একটি ঝড় আসছে, সে ঝড় হলো তারেক জিয়া ঝড়।

 

তারেক জিয়া যখন নির্বাচনি প্রচারনা চালাবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া ,দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তখন সকল ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে। তিনি আরো বলেন,একটি দল বিভিন্ন অভিযোগ তুলে দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যাতে দেশে নির্বাচন না হতে পারে।

 

দেশে জাতীয়তাবাদী শক্তি এক এবং ঐক্যবদ্ধ কোন ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করতে পারবে না। ধানের শীষ প্রতীক শ্রাবনের ব্যক্তিগত নয়, এ প্রতীক তারেক জিয়ার প্রতীক , বেগম জিয়ার প্রতীক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক।

 

 

শুক্রবার সন্ধ্যায় কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি কতৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একটি দল মা বোনদের ধর্মীয় অনুভুতি ব্যবহার করে ধানের শীষে ভোট না দেবার জন্য প্রচারোনা চালাচ্ছে। ইসলামে এমন কোন বিধান নেই। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারন মানুষকে বোকা বানানো যাবে না।

 

দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ