শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক, ৫ মোটর সাইকেল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে ৫ টি চোরাই মোটর সাইকেলসহ আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরা শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মজিদ সরদারের ছেলে আলআমিন সরদার (৪৫) একই উপজেলার বংশীপুর গ্রামের মৃত মজিদ গাজির ছেলে মোহম্মদ আলী (৪২) চন্ডিপুর গ্রামের মৃত জব্বার গাজির ছেলে খলিলুর রহমান বাবু (৪৪) ও বংশীপুর গ্রামের মৃত মুরর্শিদ আলী গাজির ছেলে কামাল হোসেন (৩০)। আটককৃতদের কাছ থেকে ৫ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর ও সাতক্ষীরা জেলায় অভিডান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এর আগে যশোর বিআরটিএ অফিসের সামনে থেকে রিপন হোসেন নামে এক যুবকের লাল রঙের পালসার মোটর সাইকেল চুরি হয়ে যায়। রিপন মাগুরা জেলার শরুশনা গ্রামের আবুল মোল্লার ছেলে। রিপন ড্রাইভিং লাইসেন্স করার জন্য  ৯ মে সকালে মোটর সাইকেলটি বিআরটিএ অফিসের সামনে তালা দিয়ে রেখে অফিসে যান। আধা ঘন্টা পর ফিরে এসে মোটর সাইকেলটি পান না। এ ঘটনায় কোতয়াীল থানায় মামলা হয়। মোটর সাইকেলটি উদ্ধারের জন্য ডিবি পুলিশ মামলার তদন্ত ভার নেয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে এস আই শফি আহমেদ রিয়েল, এস আই শামিম হোসেন, এ এস আই রঞ্জন কুমার বসু, কনসটেবল বাতেন, নাজমুল খান, মিটুল, শামছুজ্জোহার সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৮ মে বিকেলে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আল  আমিন সরদার, মোহাম্মদ আলী,খলিলুর রহমান বাবু ও সাতক্ষীরা থেকে কামাল হোসেনকে আটক করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ