শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দ্বাদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটিঃ আজিজ শিক্ষা ইয়াকুব বিজ্ঞান প্রযুক্তিতে

আরো খবর

কেশবপুর/মণিরামপুর প্রতিনিধি: সংসদীয় স্থায়ী কমিটিতে আজিজুল ইসলামকে শিক্ষা এবং ইয়াকুব আলীকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদস্য করা হয়েছে। সোমবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে যশোরে দুই এমপিকে দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করা হয়। মঙ্গলবার আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৮টি কমিটি গঠন করা হয়েছে। সংসদনেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।
আজিজুল ইসলাম যশোর ৬ কেশবপুর এবং আল হাজ¦ এস এম ইয়াকুব আলী যশোর ৫ মণিরামপুর সংসদীয় আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা দুজনই লড়েন নৌকার দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে। নবীন এই দুই সংসদ সদসকে গুরুত্বপুর্ণ দুই মন্ত্রণালয়ে সদস্য করায় তাদের নির্বাচনী এলাকার কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা সৃস্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি এবং সদস্যরা হচ্ছেন,সভাপতি-সাবেক শিক্ষামন্ত্রী ও নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬); সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (মহিবুল হাসান চৌধুরী নওফেল), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), আ ফ ম বাহাউদ্দিন নাছিম (ঢাকা-৮), আবদুল মজিদ (কুমিল্লা-২), আহমদ হোসেন (নেত্রকোনা-৫), বিপ্লব হাসান পলাশ (কুড়্রগ্রিাম-৪), আবদুল মালেক সরকার (ময়মনসিংহ- ৬) ও আজিজুল ইসলাম (যশোর-৬)
এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
সভাপতি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩)।কমিটিতে সদস্য হিসেবে আছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মির্জা আজম (জামালপুর-৩), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আলী আজগর (চুয়াডাঙ্গা-২), মাহবুবুর রহমান (চট্টগ্রাম-১), আবদুস সবুর (কুমিল্লা-১) এবং ইয়াকুব আলী (যশোর-৫)।
তাৎক্ষণিক প্রিিক্রয়ায় এমপি এস এম ইয়াকুব আলী বলেন, আমি আমার এই পদকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, যা ইতিপূর্বে করে এসেছি।
আমার নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে চলেছি। পদটি পাওয়ার পর সে কাজটি আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মণিরামপুরের আপামর জনগণের প্রতি উদাত্ত আহব্বান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ