নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।তফশিল ঘোষণা করার পর বৃহস্পতিবার শহরে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিন্টু। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।মিছিল থেকে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান এবং নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেয়া হয়।
,মিছিলে অংশ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক ফারুক আহমেদ কচি, সমাজ কলাণ সম্পাদক সুখেন মজুমদার, সমবায় বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবু সেলিম রানা, উপ প্রচার প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা আওয়ামী লীগ সদস্য কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান মৃদুল, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ মুকুল হোসেন,নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোদ্দাছের হোসেন।
জেলা যুবলীগ সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি এস এম রবি সিদ্দিকী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ, শহর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, জেলা তাঁতিলীগ যুগ্ম আহবায়ক বাবু গৌরাঙ্গ পাল, ৭ নং পৌর যুবলীগ আহবায়ক কামাল হোসেন তুহিন, ৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক নাদিম মাহমুদ, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ সভাপতি মোঃ আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলি, মোঃ বাবুল হাসান, তথ্য গবেষণা সম্পাদক মোঃ মঈন উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, কাশিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জোটের জেলা সদস্য মোঃ বাবর আলী, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার যুম্মান হোসেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা নোয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিসহ সকল জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

