নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর
মণিরামপুরে যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির কুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ। উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মুছা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ত জাহাঙ্গীর বিশ^াস, জেলা যুবদলের সহসভাপতি সাইদুল ইসলাম, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক বিল্লাল গাজী, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মুহিবুল আল মামুন প্রমূখ। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
ধনির খুনিদের গ্রেফতারের দাবিতে মণিরামপুরে বিক্ষোভ সমাবেশ

