শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়ায় সার কেলেংকারীর হোতা জনির বিচার দাবি

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:নওয়াপাড়া বাজারেরর নেছা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক আল-আমিন মোড়ল জনির বিচার দাবি করেছে ব্যবসায়ীরা।
তাদের দাবি এই সার কেলেংকারীর হোতা জনি বিশিষ্ট আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ থেকে একই সারের ডিও (ডেলিভারী অর্ডার পেপার) দুইবার নিয়ে গোপনে সার বিক্রি করে দিয়েছে। ওই সার ডেলিভারী নেওয়ার সময় নোয়াপাড়া গ্রুপের স্টক অফিসারের নিকট ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে জনিকে আটক করে তার কাছ থেকে উক্ত সারের মূল্য জমা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে নওয়াপাড়া ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতি উক্তা জনি’র অফিস তালাবদ্ধ করে দিয়েছে এবং তার ব্যবসার উপর নিষেধাজ্ঞা এনে একটি নোটিশ জারি করেছে।
নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার, সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, জরুরী সভা ডেকে তার সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে। জনির ব্যবসায়ী প্রতিষ্ঠান তালবদ্ধ করে রাখা হয়েছে। তার ব্যাপারে আরও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অতিদ্রুত একটি সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের ডিজিএম মিজানুর রহমান জনি জানান, আমাদের অফিস থেকে একই সারের ডিও দুইবার গ্রহণ করে দুই জনে কাছে সেই ডিও বিক্রি করে। পরে আমাদের স্টক অফিসারের নিকট গেলে তা নজরে আসে। পরে তাকে ডেকে তার কাছ থেকে ওই সারের মূল্য জাম নেয়া হয়েছে। আমরা এই ধরনের অসাধু ব্যবসায়ীর শাস্তি দাবি করছি।

আরো পড়ুন

সর্বশেষ