শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া মাংসের বাজার পরিদর্শনে মেয়র শান্ত

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:শিল্প বানিজ্য ও বন্দরনগর নওয়াপাড়ার মাংসের বাজার পরিদর্শণ করেছেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানকে সাথে নিয়ে এ পরিদর্শন করেন।

অসুস্থ, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে কোন গরু অথবা ছাগল যেন কেউ জবাই করে বেশি দামে বিক্রি করতে না পারে এবং পৌরসভার নীতিমালা লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারে কড়া সতর্কতা প্রদান করা হয়েছে। জানা যায়, সম্প্রতি নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে মাংস ব্যবসায়ীদের জন্য কিছু নীতিমালা প্রনয়ন করা হয়েছে। তারমধ্যে পৌরসভার অভ্যন্তরে যত্রতত্রভাবে পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত স্থানে একজন পশু ডাক্তার ও একজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। সেই ডাক্তার পশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অনুমোদন দিলে তবেই ইমাম সেই পশু জবাই করতে পারবে।

সেই সাথে মাংসের গায়ে সীল দেওয়া থাকবে। ষাঢ়ের কথা বলে গাভীর মাংস অথবা খাসির মাংসের কথা বলে ধাড়ি ছাগলের মাংস বিক্রি করলে জেল জরিমানা করা হবে। পশু জবাইয়ের নির্ধারিত স্থানগুলো হল রাজঘাট, নওয়াপাড়া বাজার ও ভাঙ্গা গেট এলাকা। এসব এলাকার বাইরে গরু অথবা ছাগল জবাই করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, পৌরসভা কর্তৃক যে নিয়মগুলো বেধে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা সরেজমিনে দেখার জন্য আজকের এই পরিদর্শন।

ভোক্তাদের সাথে প্রতারণার যুগ ফুরিয়ে এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, কোন অবস্থাতে রোগাক্রান্ত কোন পশু কেউ জবাই দিয়ে মাংস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ