রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া ইউপি’র প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা

আরো খবর

 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে জাকজমকপূর্ণ পরিবেশে উন্মুক্ত বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র সচিব অসীম কুমার ঘোষ প্রমূখ। সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আসমাতুল্যাহ আসমান। সভা শেষে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা করে এবং আল ফেরদাউস আলফার পক্ষ থেকে ৮ বান টিন সহায়তা প্রদান করা হয়

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ