মো:রফিকুল ইসলাম,নড়াইল: নড়াইলে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় স্থানীয়দের নামে মামলা করার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ঠ ঠিকাদার। এব্যাপারে বিক্ষুদ্ধ এলাকাবাসীর পক্ষ থেকে দুদকে অভিযোগ করা হয়েছে।
সূত্র জানায়,নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের বাসগ্রাম বাজার সংলগ্ন পাকা রাস্তা তৈরি কাজ চলমান রয়েছে। রাস্তাটির নির্মাণ কাজে নানা অনিয়ম দূর্নীতি অভিযোগ উঠেছে।,ভিট বালি থেকে শুরু করে নিম্নমানের মালামাল ব্যবহার করেছেন অভিযোগ উঠেছে ঠিকাদার লিটন কাউছারের বিরুদ্ধে।
রাস্তার পিচ ঢালাই কাজে সঠিক পরিমান বিটুমিন না দেযায় পিচ টান দিলেই উঠে আসছে। এমন ভিডিও শোসাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে য়ায়।
এসময় স্থানীয়রা অনিয়ম দুর্নীতির মাধ্যমে পিচ ঢালায় এর প্রতিবাদ করে কাজ বন্ধ করতে অনুরোধ করেন ঠিকাদারকে ক। তবে কোন কিছুর তোয়াক্কা না করেই পিচ ঢালায়ের কাজ দ্রুত সেরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিকাদার লিটন কাউছার মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (উপপরিচালকের কার্যালয় যশোর) বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন,স্থানীয় মিজানুর মন্ডল,বিপ্লব,শফিকুল মোল্যা,জাহিদুল খন্দকারসহ আরো অনেকে।
কাজের বিষয় টিকাদার লিটন কাউছারের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,রাস্তাটি প্রাথমিক ভাবে জমতে ৭২ ঘন্টা সময় লাগলেও মোট সময় লাগবে ৯০ দিন। তারপর রাস্তা জমবে। যারা অভিযোগ করেছে তারা না জেনেই পিচ ঢালাই দেওয়ার কিছু সময় পরেই রাস্তার ঢালাই গরম থাকা অবস্থায় কিছু কিছু যায়গা থেকে তুলে ফেলে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন বলেন,আমি সবেমাত্র সাত দিন নড়াইলে সদর উপজেলায় দায়িত্ব নিয়েছি। তবে অভিযোগের বিষয় আমি শুনেছি কাজটা যাতে সঠিক হয় আমরা সেদিকে লক্ষ্য করছি।

